Ajker Patrika

৮ বছর পরে ভারত থেকে পালিয়ে উখিয়ায় চার শিশুসহ ৫ জন

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২: ৫৬
৮ বছর পরে ভারত থেকে পালিয়ে উখিয়ায় চার শিশুসহ ৫ জন

ভারতে ৮ বছর থাকার পর পালিয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরে পালিয়ে এসেছেন চারজন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার ৩ নম্বর রোহিঙ্গা শিবির থেকে তাঁদের আটক করে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন-হালিমা খাতুন (২৫), তাঁর চার সন্তান মুসকান (৬), সোহেল (৪), সাহিল (৩) ও রোকসানা (দেড় বছর)।

 ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে ৪ শিশু সন্তানসহ একজন মহিলা পালিয়ে এসেছেন। তাঁরা উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের এফ'র ১০ নম্বর ব্লকে ওই নারীর পিতা আমীর হোসেনের বাড়িতে আছেন। এমন সংবাদে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

এসপি আরও বলেন, আকিয়াব জেলার মংডু বসরা এলাকা থেকে ২০১৩ সালে স্বামী সৈয়দ হোসেনসহ ভারতে পাড়ি জমিয়ে দিল্লি বসপুরা আলীগড় এলাকায় বসবাস করতেন আটককৃতরা। সেখানে কাজকর্ম করে দিনাতিপাত করতেন। ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) সঙ্গে আলোচনা ও নির্দেশক্রমে ট্রানজিট ক্যাম্প কোয়ারেন্টিন সেন্টারে তাঁদের পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত