Ajker Patrika

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার শাকচর, চররুহিতা ও ধর্মপুর এলাকায় তাদের মৃত্যু হয়।

মৃত তিন শিশু হলো তুহিন (৪), ফারাবি আহাম্মদ (২) ও সাদ্দাম হোসেন (২)।

তুহিন চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে; ফারাবি আহাম্মদ শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে এবং সাদ্দাম হোসেন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৃথক এলাকায় মৃত তিনটি শিশুকে নিয়ে আসা হয়। সবাই পুকুরে পড়ে ডুবে যায়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আমরা কাউকেই জীবিত অবস্থায় পাইনি। স্বজনেরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর খবর পেয়েছি। এটি খুবই দুঃখজনক ঘটনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

চিকিৎসককে হেনস্তা বিএনপি নেতার, প্রতিবাদ করলে নারীকে মারধর

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত