Ajker Patrika

বরুড়ার আলম হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

বরুড়া প্রতিনিধি
বরুড়ার আলম হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

বরুড়া উপজেলার আলম হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে করা এ মামলায় আট আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২-এর বিচারক নাছরিন জাহান এ রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার ১ নম্বর আসামি ফজলুল হককে যাবজ্জীবন, ৩ নম্বর আসামি আবিদ আলীকে যাবজ্জীবন ও অতিরিক্ত এক বছরের কারাদণ্ড এবং ৪ নম্বর আসামি আবুল খায়েরকে যাবজ্জীবন ও অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, ২০০৮ সালের ২০ মার্চ উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের মো. আলম ও তাঁর বড় ভাই আলী নেওয়াজকে জমির বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, মো. সুমনসহ কয়েকজন মারধর করেন। এতে গুরুতর আহত আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২২ মার্চ সকালে আলম মারা যান। তারপর ওই দিন সন্ধ্যায় তাঁর মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা করেন।

মাছুমা বেগম বলেন, ‘আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমি সব আসামির ফাঁসি চাই। প্রয়োজনে সব আসামির ফাঁসির রায়ের জন্য আমি উচ্চ আদালতে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত