Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ২৩ 

 প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ২৩ 

ব্রাহ্মণবাড়িয়ার ট্রলার ডুবির ঘটনায় জামিলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ জনে। আজ রোববার রাতে এই খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। 

মৃত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী।   

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জামিলা বেগমের পরিবার আজ ২০ হাজার টাকার সহায়তা পাওয়ার জন্য নাম তালিকায় তুললে আমরা নাম জানতে পারি।

উল্লেখ, শুক্রবার বিকেলে জেলার বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইস্কা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেড সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি তাৎক্ষণিক ডুবে যায়। প্রথমে এলাকাবাসীরা উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত