Ajker Patrika

বুড়িচংয়ে বাসের চাপায় ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে বাসের চাপায় ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু 

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের চাপায় চাঁদনী আক্তার (২৮) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর মা পেয়ারা বেগম ও ৪ বছর বয়সী ছেলেও আহত হয়। আজ রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চাঁদনী আক্তার ময়নামতি ইউনিয়নের সমেষপুর এলাকার সাহেব আলীর মেয়ে। 

ময়নামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাবেদ হোসেন জানান, চাঁদনী আজ বিকেলে ছেলে ও মাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার জন্য ময়নামতি জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথে রামপাল এলাকায় পৌঁছালে, পেছন থেকে আসা তিশা গোল্ড পরিবহনের একটি বাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত সবাই। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁদনি ও তার গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন।’ 

স্বামী আউয়াল হোসেন জানান, পরিবারের কেউ ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে চাঁদনির মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। 

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের পরিবারের সদস্যেরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত