Ajker Patrika

স্থানীয় ও রোহিঙ্গাদের একসঙ্গে সেবা দেবে উখিয়া বিশেষায়িত হাসপাতাল

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
স্থানীয় ও রোহিঙ্গাদের একসঙ্গে সেবা দেবে উখিয়া বিশেষায়িত হাসপাতাল

আধুনিক চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মোচিত হলো কক্সবাজারের উখিয়ায়। ২৩টি বিভাগ নিয়ে যাত্রা করল উখিয়া বিশেষায়িত হাসপাতাল। আজ মঙ্গলবার দুপুরে উখিয়া কলেজের দক্ষিণ পাশে এক একর জমির ওপর নির্মিত হাসপাতালটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

এ সময় মন্ত্রী বলেন, বিনামূল্যে স্থানীয় ও রোহিঙ্গাদের সমানভাবে দেওয়া হবে চিকিৎসাসেবা, বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসাসামগ্রী নিয়ে পরিচালিত হবে এই হাসপাতাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ইউএনএইচসিআরের প্রতিনিধি জোহাননেস ভ্যান ডার ক্লাউভ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, রামু ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আজহার উদ্দিন বক্তব্য দেন। 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে সরকারি উদ্যোগে স্থাপিত এই হাসপাতালে সার্জারি, ট্রমা কেয়ার, চক্ষু ও দাঁতের যত্ন, ফিজিওথেরাপি এবং উপশমকারী চিকিৎসাসেবায় সব ধরনের ব্যবস্থা থাকবে। 

স্বাস্থ্যসেবা বিভাগ ও ইউএনএইচসিআরের তিনটি সহযোগী সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র, রিলিফ ইন্টারন্যাশনাল ও অরবিস এর বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা কর্মীরা নিরবচ্ছিন্ন সেবা দিতে হাসপাতালটিতে নিয়োজিত থাকবেন।

২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ও স্থানীয় জনগণের চিকিৎসার জন্য মালয়েশিয়ান সরকার ‘মালয়েশিয়ান ফিল্ড হাসপাতাল’ নামে চালু করে। 

প্রায় চার বছর পরিচালনার পর ২০২১ সালের ১৪ মার্চ মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সরকারের কাছে হাসপাতালটি হস্তান্তর করলে এ হাসপাতালটিকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত