Ajker Patrika

পটিয়ার ৭ ইউনিয়নের আহ্বায়ক কমিটি দিল স্বেচ্ছাসেবক দল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২: ০৪
পটিয়ার ৭ ইউনিয়নের আহ্বায়ক কমিটি দিল স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটিয়া উপজেলার সাতটি ইউনিয়নের আহ্বায়ক  কমিটির অনুমোদন দিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  ওবাইদুল হক রিকু ও সদস্যসচিব মো. জাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ ভূর্ষি, হাবিলাসদ্বীপ, বড়লিয়া, ভাটিখাইন, ধলঘাট, জিরি ও কেলিশহর ইউনিয়নের আহ্বায়ক  কমিটির অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে ইকবাল হোসেনকে আহ্বায়ক  ও মহছিন চৌধুরীকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হাবিলাসদ্বীপ ইউনিয়নে শেখ মোহাম্মদ ফারুককে আহ্বায়ক  ও আরাফাত উদ্দিন শাওনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

বড়লিয়া ইউনিয়নে শাহাদাত হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও মো. ছৈয়দ নুরকে সদস্যসচিব করে ৩১ সদস্যের এই কমিটি করা হয়েছে। ভাটিখাইন ইউনিয়নে মো. আলী সওদাগরকে আহ্বায়ক  ও সাজ্জাদ হোসেনকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ধলঘাট ইউনিয়নে মো. নুরুল আবছারকে আহ্বায়ক  ও আবু বক্কর চৌধুরীকে সদস্যসচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জিরি ইউনিয়নে মাকসুদুল হক রিপনকে আহ্বায়ক  ও জাহাঙ্গীর আলমকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এবং কেলিশহর ইউনিয়নের ইউছুপ মিঞাকে আহ্বায়ক ও মো. ইলিয়াছকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবাইদুল হক রিকু বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটিয়া উপজেলা শাখার ৭ ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাদের আগামী দুই মাসের মধ্যে ইউনিয়নগুলোর ওয়ার্ড কমিটি সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আগামীর আন্দোলন-সংগ্রামের রাজপথে থাকতে হবে। পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনামের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার আরও ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত