Ajker Patrika

ইঁদুর মারার ফাঁদে মরলেন কৃষক

প্রতিনিধি, শেরপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৪
ইঁদুর মারার ফাঁদে মরলেন কৃষক

শেরপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. রেজাউল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুপুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নিহত কৃষক রেজাউল তাঁর ধানখেতে বিষ দিয়ে ফিরে আসছিলেন। এ সময় একই এলাকার আরেক কৃষক শফিউল্লার জমির আইলে বিছিয়ে রাখা বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে রেজাউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রেজাউল ইসলাম গ্রামের আলহাজ্ মোজ্জাম্মেল হকের ছেলে। কৃষক শফিউল্লাহ ইঁদুরের উপদ্রব কমাতে জমিতে এমন বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিলেন বলে জানা যায়। এ ঘটনায় নিহতের বড়ভাই মো. জিয়াউর রহমান বাদী হয়ে রোববার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শফিউল্লাহকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত