Ajker Patrika

আমরা থামব না: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি  
কুমিল্লায় দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লায় দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামব না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।’

আজ বৃহস্পতিবার কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা সন্তানদের মেলায় নিয়ে আসুন, সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন সে এই ফেস্ট থেকে কী শেখতে পেরেছে।’

তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব, আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞানভিত্তিক বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টুডেন্ট ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছে। বিকেলে সংগীতশিল্পী আসিফ আকবর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত