নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আধুনিক প্যাকিং-ব্যবস্থার প্রয়োগ আমচাষে এনেছে নতুন বিপ্লব। এই পদ্ধতির কারণে আমের বাহ্যিক সৌন্দর্য, গুণগত মান ও সংরক্ষণক্ষমতা এতটাই বেড়েছে যে, বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।
স্থানীয় সফল কৃষক কালো বিকাশ চাকমা বলেন, ‘আমার বাগানে প্রযুক্তিগতভাবে সেচব্যবস্থা, উন্নত পরিচর্যা ও আধুনিক প্যাকিং পদ্ধতি প্রয়োগে ফলের গুণগত মান অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমের বাহ্যিক সৌন্দর্য এবং সংরক্ষণের সময়কাল বেড়েছে। ফলে বাজারে ভালো দাম পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার অধিকাংশ আমগাছ মাত্র দুই বছরে ফল দিতে শুরু করেছে। এটি যেমন আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি আশপাশের কৃষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।’
দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা এই মিশ্র ফলের বাগানে রয়েছে শতাধিক আমগাছ, যার মধ্যে আম্রপালি, গৌরমতি, ব্যানানা বার্মিজ ও বৈশাখী জাত উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে বেল, মালটা, কলা, কফি, লটকন ও জাম্বুরাসহ নানা জাতের ফলের গাছ।
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে নতুন করে ৫২টি বাগান তৈরি করা হয়েছে। এসব বাগানে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি, যাতে কৃষকেরা উন্নত ফলন ও বাজারমুখী উৎপাদন নিশ্চিত করতে পারেন।”
এই অঞ্চলে আধুনিক প্যাকিং-ব্যবস্থার সফল প্রয়োগ শুধু একজন কৃষকের নয়, বরং গোটা নানিয়ারচর উপজেলায় কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আধুনিক প্যাকিং-ব্যবস্থার প্রয়োগ আমচাষে এনেছে নতুন বিপ্লব। এই পদ্ধতির কারণে আমের বাহ্যিক সৌন্দর্য, গুণগত মান ও সংরক্ষণক্ষমতা এতটাই বেড়েছে যে, বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।
স্থানীয় সফল কৃষক কালো বিকাশ চাকমা বলেন, ‘আমার বাগানে প্রযুক্তিগতভাবে সেচব্যবস্থা, উন্নত পরিচর্যা ও আধুনিক প্যাকিং পদ্ধতি প্রয়োগে ফলের গুণগত মান অনেক ভালো হয়েছে। বিশেষ করে আমের বাহ্যিক সৌন্দর্য এবং সংরক্ষণের সময়কাল বেড়েছে। ফলে বাজারে ভালো দাম পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমার অধিকাংশ আমগাছ মাত্র দুই বছরে ফল দিতে শুরু করেছে। এটি যেমন আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি আশপাশের কৃষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।’
দুই একর জায়গাজুড়ে গড়ে তোলা এই মিশ্র ফলের বাগানে রয়েছে শতাধিক আমগাছ, যার মধ্যে আম্রপালি, গৌরমতি, ব্যানানা বার্মিজ ও বৈশাখী জাত উল্লেখযোগ্য। পাশাপাশি রয়েছে বেল, মালটা, কলা, কফি, লটকন ও জাম্বুরাসহ নানা জাতের ফলের গাছ।
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে নতুন করে ৫২টি বাগান তৈরি করা হয়েছে। এসব বাগানে আধুনিক কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি, যাতে কৃষকেরা উন্নত ফলন ও বাজারমুখী উৎপাদন নিশ্চিত করতে পারেন।”
এই অঞ্চলে আধুনিক প্যাকিং-ব্যবস্থার সফল প্রয়োগ শুধু একজন কৃষকের নয়, বরং গোটা নানিয়ারচর উপজেলায় কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচনের দৃষ্টান্ত হয়ে উঠেছে।
টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
২২ মিনিট আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২৭ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগে