Ajker Patrika

মিরসরাইয়ের তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর জয় 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

মিরসরাইয়ের তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা আগেই বিজয়ী হয়েছেন। ইউনিয়নগুলোতে সদস্য পদে ও বাকি ৩টি ইউনিয়নে পূর্ণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শামছুল আলম দিদার নৌকা প্রতীকে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মো. সাইফুল্লাহ (ঘোড়া) পেয়েছেন ৬২ ভোট। 

 ১২ নম্বর খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহফুজুল হক জুনু নৌকা প্রতীক পেয়েছেন ১১ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদ ইকবাল চোধুরী (ঘোড়) পেয়েছেন ৭৯২ ভোট। 

 ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. নুরুল মোস্তফা নৌকা প্রতীকে ৯ হাজার ৫১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা ভূঁইয়া (আনারস) পেয়েছেন ৩ হাজার ৩১৯ ভোট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত