কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে তিন পর্যটক স্রোতের টানে ভেসে যান। এ সময় দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও মারুফ আহমেদ (১৯) নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সৈকতের লাইফ গার্ড কর্মী ওসমান গনি।
নিখোঁজ পর্যটক মারুফ আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী। উদ্ধার হওয়া মো. শাওন হোসেন (২০), গাজীপুরের জয়দেবপুর এলাকার হারুন মিয়ার ছেলে এবং একই কলেজের শিক্ষার্থী এবং মো. মাসুম (২০) ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং কাপাশিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া পর্যটক মাসুম জানান, রোববার রাতে তাঁরা তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। রাতে কলাতলী এলাকার একটি হোটেলে ওঠেন। আজ (সোমবার) দুপুরে তাঁরা সৈকতে ঘুরতে গিয়ে গোসলে নামেন। এ সময় তাঁরা স্রোতের টানে ভেসে যাওয়ার উপক্রম হয়। সে সময় সৈকতে চলাচলকারী জেট-স্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু টাকা ছাড়া উদ্ধার করতে রাজি হননি চালক।
মাসুম আরও জানান, পরে তাদের দুজনকে লাইফগার্ড কর্মীরা উদ্ধার করতে পারলেও মারুফকে উদ্ধার করা সম্ভব হয়নি।
টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। জেট-স্কির চালকের বিরুদ্ধে টাকা ছাড়া উদ্ধার না করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র উপকূল। এতে জোয়ারের পানি বেড়েছে। এর মধ্যে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা সৈকতে গোসলে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করে আসছে। কিন্তু অনেক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে সৈকতে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন বলে জানান লাইফ গার্ড কর্মীরা।
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে তিন পর্যটক স্রোতের টানে ভেসে যান। এ সময় দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও মারুফ আহমেদ (১৯) নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।
আজ সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে নিখোঁজ পর্যটককে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন সৈকতের লাইফ গার্ড কর্মী ওসমান গনি।
নিখোঁজ পর্যটক মারুফ আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী। উদ্ধার হওয়া মো. শাওন হোসেন (২০), গাজীপুরের জয়দেবপুর এলাকার হারুন মিয়ার ছেলে এবং একই কলেজের শিক্ষার্থী এবং মো. মাসুম (২০) ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং কাপাশিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া পর্যটক মাসুম জানান, রোববার রাতে তাঁরা তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। রাতে কলাতলী এলাকার একটি হোটেলে ওঠেন। আজ (সোমবার) দুপুরে তাঁরা সৈকতে ঘুরতে গিয়ে গোসলে নামেন। এ সময় তাঁরা স্রোতের টানে ভেসে যাওয়ার উপক্রম হয়। সে সময় সৈকতে চলাচলকারী জেট-স্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়। কিন্তু টাকা ছাড়া উদ্ধার করতে রাজি হননি চালক।
মাসুম আরও জানান, পরে তাদের দুজনকে লাইফগার্ড কর্মীরা উদ্ধার করতে পারলেও মারুফকে উদ্ধার করা সম্ভব হয়নি।
টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। জেট-স্কির চালকের বিরুদ্ধে টাকা ছাড়া উদ্ধার না করার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র উপকূল। এতে জোয়ারের পানি বেড়েছে। এর মধ্যে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা সৈকতে গোসলে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করে আসছে। কিন্তু অনেক পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে সৈকতে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন বলে জানান লাইফ গার্ড কর্মীরা।
সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে ডেকে নিয়ে চাঁদাবাজি, মারধর এবং জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (সিবিএ) সভাপতি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মোহাম্মদ জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
৭ মিনিট আগেময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক কারবারের ৭০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে ইমরান হোসেন (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) পৌর শহরের শিলাসী কড়ইতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমরান পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের ১৮ নম্বর ঘরের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
৯ মিনিট আগেলালমনিরহাটে অপহরণের এক দিন পর সেপটিক ট্যাংকের নিচের মাটি খুঁড়ে শাকিল নামে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা শিশুকে হত্যার পর ওই এলাকার অন্য একটি বাড়ির সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব বেশি। আজ মঙ্গলবার ঢাকায় প্রকাশিত এক জরিপে এমন তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অলটারনেটিভ আয়োজিত এক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
১ ঘণ্টা আগে