লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
সবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে বর-কনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুই বছর আগে সদর উপজেলার চররুহিতা এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে প্রবাসী কামাল হোসেনের সঙ্গে একই এলাকার হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পরপরই কামাল হোসেন প্রবাসে চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কয়েক দিন আগে কামাল দেশে আসেন। আজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কামাল হোসেন আত্মীয়স্বজন নিয়ে কনের বাড়িতে যান।
সবকিছু ঠিকঠাকই ছিল। বরপক্ষের লোকজন একসঙ্গে খেতে বসেন। কিন্তু খাবার টেবিলে পানি দিতে দেরি হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় চেয়ার, টেবিল ও ডেকোরেশনের প্যান্ডেল। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে খাবার। সংঘর্ষে জহির উদ্দিন, মনির হোসেন, জিন্নাত, বেলাল হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজন সদর হাসপাতালে ভর্তি ও অন্য ছয়জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চররুহিতা এলাকার ইউপি সদস্য মো. গোফরান বলেন, ‘টেবিলে পানি দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। চেয়ার, টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
এ ব্যাপারে সদর থানার পুলিশের উপপরিদর্শক মো. হান্নান হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৩ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
৭ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেপুরোনো প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে দাতা সংস্থার ‘প্রেসক্রিপশনের’ অন্ধ অনুসরণে নতুন প্রকল্প নেওয়া অপরিণামদর্শী ও সরকারি অর্থের শ্রাদ্ধ হবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আয়কর আদায় সহজ ও কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার
১ ঘণ্টা আগে