নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রেনের পাওয়ার কার অপারেটর লোকপাল বড়ুয়া। গতকাল বুধবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পড়ে তাঁর। সকাল ৭টায় শুরু হওয়া ডিউটি শেষ হয় রাত ১১টায়। তিনি এই ট্রেনে ১৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন। কিন্তু আসার পর দুই টুকরা রুটি মিললেও ফেরার সময় পর্যন্ত কিছুই মেলেনি । অথচ আগে প্রতিবার যাওয়া-আসায় পেতেন ভারী খাবার। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিকে জানা যায়, শুধু এই ট্রেন নয়, আন্তনগর ৯টি ট্রেনের একই অবস্থা। প্রত্যেক ট্রেনের বৈদ্যুতিক কর্মচারী, এসি অপারেটর, মেকানিক্যাল ট্রাবল স্যুটার কর্মচারীরা গত এক মাস ধরে নিয়মিত প্রাপ্য খাবার পাচ্ছেন না। অথচ একই ট্রেনে অন্য কর্মচারীরা যেমন, ট্রেনে টিকিট চেকার, ট্রেন চালক ও পরিচালকেরা খাবার পাচ্ছেন। এক ট্রেনে এমন বৈষম্যে মেনে নিতে পারছেন না তাঁরা। হঠাৎ করে খাবার বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক কর্মচারী।
পাওয়ার কার অপারেটর লোকপাল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সুবর্ণ ট্রেনে তবু দুই পিছ রুটি দেয়, অন্য ট্রেনগুলো তাও দেয়ও না। খাবার চাইতে গেলে, ক্যাটারিং সার্ভিসের লোকজন তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ আগে প্রত্যেক ট্রেন যাওয়া আসা ডিউটির সময় ভারী খাবার দিত।’
তিনি বলেন, ‘ধরেন আপনার ডিউটি সকাল ৭টা। এই সময় বাসা থেকে ৬টার আগে বের হয়ে ট্রেনে আসতে হয়। বাইরে দোকান খোলা না থাকায়, কিনে খেতে চাইলেও পাবেন না। এদিকে ট্রেনেও যদি খাবার না দেয় তাহলে দুপুর পর্যন্ত না খেয়ে থাকতে হয়।’
ট্রেনে খাবারের বিষয়টা ক্যাটারিং সার্ভিস নামে পরিচিত। রেল পূর্বাঞ্চলে খাবার সরবরাহে দায়িত্বে আছে ১৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সুবর্ণ এক্সপ্রেস মেসার্স হাবিব বাণিজ্য বিতান, মহানগর প্রভাতী/তূর্ণা মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যাটারার্স, মহানগর গোধূলি/তূর্ণায় মেসার্স প্রগতি ক্যাটারার্স, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে এস এ করপোরেশন ও সোনার বাংলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়ির ম্যানেজার জাদব গাঙ্গুলী আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার কারণে আয় কমে যাওয়ায় মালিকেরা খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমিও একজন কর্মচারী। আমাকে আদেশ পালন করতে হয়।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘খাবার দেওয়ার বিষয়টিতে বাধ্যবাধকতা নেই। কোনো ক্যাটারিং সার্ভিস চাইলে খাবার দিতো। এখন আয় কমে যাওয়ার কারণে এসব কর্মচারীরা খাবার পাচ্ছেন না।’
ট্রেনের পাওয়ার কার অপারেটর লোকপাল বড়ুয়া। গতকাল বুধবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পড়ে তাঁর। সকাল ৭টায় শুরু হওয়া ডিউটি শেষ হয় রাত ১১টায়। তিনি এই ট্রেনে ১৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন। কিন্তু আসার পর দুই টুকরা রুটি মিললেও ফেরার সময় পর্যন্ত কিছুই মেলেনি । অথচ আগে প্রতিবার যাওয়া-আসায় পেতেন ভারী খাবার। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিকে জানা যায়, শুধু এই ট্রেন নয়, আন্তনগর ৯টি ট্রেনের একই অবস্থা। প্রত্যেক ট্রেনের বৈদ্যুতিক কর্মচারী, এসি অপারেটর, মেকানিক্যাল ট্রাবল স্যুটার কর্মচারীরা গত এক মাস ধরে নিয়মিত প্রাপ্য খাবার পাচ্ছেন না। অথচ একই ট্রেনে অন্য কর্মচারীরা যেমন, ট্রেনে টিকিট চেকার, ট্রেন চালক ও পরিচালকেরা খাবার পাচ্ছেন। এক ট্রেনে এমন বৈষম্যে মেনে নিতে পারছেন না তাঁরা। হঠাৎ করে খাবার বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শতাধিক কর্মচারী।
পাওয়ার কার অপারেটর লোকপাল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সুবর্ণ ট্রেনে তবু দুই পিছ রুটি দেয়, অন্য ট্রেনগুলো তাও দেয়ও না। খাবার চাইতে গেলে, ক্যাটারিং সার্ভিসের লোকজন তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ আগে প্রত্যেক ট্রেন যাওয়া আসা ডিউটির সময় ভারী খাবার দিত।’
তিনি বলেন, ‘ধরেন আপনার ডিউটি সকাল ৭টা। এই সময় বাসা থেকে ৬টার আগে বের হয়ে ট্রেনে আসতে হয়। বাইরে দোকান খোলা না থাকায়, কিনে খেতে চাইলেও পাবেন না। এদিকে ট্রেনেও যদি খাবার না দেয় তাহলে দুপুর পর্যন্ত না খেয়ে থাকতে হয়।’
ট্রেনে খাবারের বিষয়টা ক্যাটারিং সার্ভিস নামে পরিচিত। রেল পূর্বাঞ্চলে খাবার সরবরাহে দায়িত্বে আছে ১৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সুবর্ণ এক্সপ্রেস মেসার্স হাবিব বাণিজ্য বিতান, মহানগর প্রভাতী/তূর্ণা মেসার্স সিরাজ মিয়া রেলওয়ে ক্যাটারার্স, মহানগর গোধূলি/তূর্ণায় মেসার্স প্রগতি ক্যাটারার্স, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেসে এস এ করপোরেশন ও সোনার বাংলায় বাংলাদেশ পর্যটন করপোরেশন।
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়ির ম্যানেজার জাদব গাঙ্গুলী আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার কারণে আয় কমে যাওয়ায় মালিকেরা খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমিও একজন কর্মচারী। আমাকে আদেশ পালন করতে হয়।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘খাবার দেওয়ার বিষয়টিতে বাধ্যবাধকতা নেই। কোনো ক্যাটারিং সার্ভিস চাইলে খাবার দিতো। এখন আয় কমে যাওয়ার কারণে এসব কর্মচারীরা খাবার পাচ্ছেন না।’
সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে আমিরুল ইসলাম (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেরাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগেমিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে গণমাধ্যমের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নয়জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। আজ ও গত বৃহস্পতিবার আইনজীবী মো. নাজবুল ইসলামের মাধ্যমে এসব নোটিশ পাঠান তিনি।
৩৭ মিনিট আগেজানা গেছে, গতকাল রোববার উপজেলার একটি গ্রামে অন্তঃসত্ত্বা ওই নারী একটি কন্যাসন্তান প্রসব করেন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি গত বছরের জুলাইয়ে ধর্ষণের শিকার হন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত যুবক রাজি না হওয়ায় ৩ মার্চ তাঁর বিরুদ্ধে ওই নারীর
৪০ মিনিট আগে