কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রচণ্ড ঢেউয়ে বঙ্গোপসাগরের কয়লাবোঝায় নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামে দুটি জাহাজ তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুটি জাহাজটি কূলে এসে আটকে যায়।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেন বলে জানিয়েছে জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজগুলো দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এর আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পারকি সমুদ্রসৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে থাকার ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ক্রিস্টাল গোল্ড কর্তৃপক্ষ জাহাজটি কেটে সরিয়ে নেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতেই দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।
আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় সরেজমিন গিয়ে ও জাহাজে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার রাতে ঝড়ের কবলে পড়ে। তীব্র বাতাস ও ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। সাগরের পানির ধাক্কায় চরে এসে আটকে যায় জাহাজ।
স্থানীয় উঠানমাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, রাত ২টার দিকে জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে সাগরের ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে।
কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় জানিয়েছেন, আজ সকালে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝায় জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। চরে আটককে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
প্রচণ্ড ঢেউয়ে বঙ্গোপসাগরের কয়লাবোঝায় নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামে দুটি জাহাজ তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুটি জাহাজটি কূলে এসে আটকে যায়।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেন বলে জানিয়েছে জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজগুলো দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এর আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পারকি সমুদ্রসৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে থাকার ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ক্রিস্টাল গোল্ড কর্তৃপক্ষ জাহাজটি কেটে সরিয়ে নেন।
স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতেই দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।
আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় সরেজমিন গিয়ে ও জাহাজে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার রাতে ঝড়ের কবলে পড়ে। তীব্র বাতাস ও ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। সাগরের পানির ধাক্কায় চরে এসে আটকে যায় জাহাজ।
স্থানীয় উঠানমাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, রাত ২টার দিকে জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে সাগরের ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে।
কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় জানিয়েছেন, আজ সকালে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।
আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝায় জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। চরে আটককে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
২ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
২ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
২ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৪ ঘণ্টা আগে