Ajker Patrika

ঢেউয়ের তোড়ে তীরে এসে আটকে গেছে দুটি জাহাজ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামের আনোয়ারায় কূলে ওঠে আসা জাহাজ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের আনোয়ারায় কূলে ওঠে আসা জাহাজ। ছবি: আজকের পত্রিকা

প্রচণ্ড ঢেউয়ে বঙ্গোপসাগরের কয়লাবোঝায় নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামে দুটি জাহাজ তীরে আটকে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবল জোয়ারে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় ওই দুটি জাহাজটি কূলে এসে আটকে যায়।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেন বলে জানিয়েছে জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান। সকাল থেকে বালু চরে আটকে থাকা জাহাজগুলো দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। এর আগে ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পারকি সমুদ্রসৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকে থাকার ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে ক্রিস্টাল গোল্ড কর্তৃপক্ষ জাহাজটি কেটে সরিয়ে নেন।

স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে জোয়ারের পানি বৃদ্ধি পায়। রাত গভীর হতেই দমকা হাওয়া ও বৃষ্টির গতি আরও বাড়তে থাকে। জোয়ারের পানির ধাক্কায় জাহাজ দুটি চরে এসে আটকে যায়।

আজ সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট এলাকায় সরেজমিন গিয়ে ও জাহাজে থাকা ওয়াচম্যান মিসকাতুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফেরার রাতে ঝড়ের কবলে পড়ে। তীব্র বাতাস ও ঝড়ে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। সাগরের পানির ধাক্কায় চরে এসে আটকে যায় জাহাজ।

স্থানীয় উঠানমাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী বলেন, রাত ২টার দিকে জাহাজটি আটকে পড়ে। এটি সরিয়ে না নিলে সাগরের ঢেউয়ের আঘাত মসজিদ ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হবে।

কোস্ট গার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায় জানিয়েছেন, আজ সকালে জাহাজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া হয়েছে।

আটকে যাওয়া জাহাজের ওয়াচম্যান মিসকাতুর রহমান বলেন, ‘আমাদের কয়লাবোঝায় জাহাজটি দুবাই মালিকানাধীন কোম্পানির। বৃহস্পতিবার বাঁশখালী গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ি। চরে আটককে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত