নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের তৈরি ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা। এর মধ্যে আমেরিকার তৈরি মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ও চীনের সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ টিকা রয়েছে।
ঢাকা থেকে এই টিকার চালানটি রোববার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে পৌঁছেছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
মডার্নার টিকা নগরের ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে নিবন্ধনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। আগামী মঙ্গলবার থেকে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সেখ ফজলে রাব্বি জানান, প্রথম দফায় পাওয়া সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকার মধ্যে যাঁরা এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহণ করতে পারেননি, তাঁদের ১২ জুলাইয়ের মধ্যে টিকা দেওয়ার মাধ্যমে প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করা হবে।
তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকবে এবং নতুন করে পাওয়া সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে বণ্টন করা হবে। যাঁদের বয়স ৩৫ বছর থেকে অধিক, তাঁরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা ৯টি কেন্দ্রে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মোস্তফা হাকিম ম্যাটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মোতালেব ম্যাটারনিটি হাসপাতাল।
এ ছাড়া বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল, বিএনএস পতেঙ্গা ও চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল স্কোয়াড্রনে রেজিস্ট্রেশন করা যাবে।
এর আগে ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।
চট্টগ্রামে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের তৈরি ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা। এর মধ্যে আমেরিকার তৈরি মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ও চীনের সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ টিকা রয়েছে।
ঢাকা থেকে এই টিকার চালানটি রোববার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে পৌঁছেছে। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
মডার্নার টিকা নগরের ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের টিকা উপজেলা পর্যায়ে নিবন্ধনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। আগামী মঙ্গলবার থেকে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সেখ ফজলে রাব্বি জানান, প্রথম দফায় পাওয়া সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকার মধ্যে যাঁরা এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্র থেকে প্রথম ডোজ গ্রহণ করতে পারেননি, তাঁদের ১২ জুলাইয়ের মধ্যে টিকা দেওয়ার মাধ্যমে প্রথম ডোজের কার্যক্রম বন্ধ করা হবে।
তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান থাকবে এবং নতুন করে পাওয়া সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে বণ্টন করা হবে। যাঁদের বয়স ৩৫ বছর থেকে অধিক, তাঁরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা ৯টি কেন্দ্রে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), মোস্তফা হাকিম ম্যাটারনিটি হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, সাফা-মোতালেব ম্যাটারনিটি হাসপাতাল।
এ ছাড়া বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল, বিএনএস পতেঙ্গা ও চট্টগ্রাম বিএএফ জহুর মেডিকেল স্কোয়াড্রনে রেজিস্ট্রেশন করা যাবে।
এর আগে ৩১ জানুয়ারি প্রথম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
৩৮ মিনিট আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে