Ajker Patrika

মিন্টুর চেয়ারে বিতর্কিত টিনু, জনমনে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫: ৩০
মিন্টুর চেয়ারে বিতর্কিত টিনু, জনমনে শঙ্কা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডে সাতবারের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। ধারাবাহিকভাবে নির্বাচিত হওয়ার এমন রেকর্ডই বলে দেয় এলাকায় কতটা গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ইমেজ ছিল এই প্রবীণ রাজনীতিবিদের। ওয়ার্ডের উন্নয়নে আন্তরিক নেতা হিসেবে সুখ্যাতির পাশাপাশি বিনয়ী ও নিরহংকার হিসেবেও বেশ নামডাক ছিল তাঁর।

এমন জনপ্রতিনিধির মৃত্যুর পর ওই ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিতর্কিত নুর মোস্তফা টিনু। আজ হোক বা কাল, সেখানকার কাউন্সিলরের চেয়ারে বসবেন অস্ত্র মামলায় বর্তমানে কারাগারে থাকা এই আসামি।

চকবাজারের মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডে ক্লিন ইমেজের কাউন্সিলরের জায়গায় টিনুকে নিয়ে এলাকাবাসীর শঙ্কা আর সংশয়ের কমতি নেই। তবে কারও কারও প্রত্যাশা, নতুন এই অবস্থানে নিজের ইমেজ পাল্টানোর সুযোগ কাজে লাগাবেন টিনু।

কাপাসগোলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুর সবুর টিনুর বিজয় নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এমন কাউন্সিলরের কারণে এলাকায় সন্ত্রাস আর চাঁদাবাজি আরও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। বাড়তে পারে কিশোর গ্যাংয়ের উৎপাতও। মিন্টুর জায়গায় এমন মানুষকে মেনে নিতে পারছি না।’

জয়নগর এলাকার বাসিন্দা গৃহিণী শ্রাবণী দাশ বলেন, ‘আগে আমরা মিন্টু কমিশনারকে প্রতি নির্বাচনে ভোট দিতাম। তিনি ছিলেন সজ্জন মানুষ। এবার ভোটে প্রার্থীদের কাউকেই পছন্দ হয়নি। তাই ভোট দিতেও যাইনি। ভোটর ফলাফল শুনে তো আরও বেশি মন খারাপ হয়েছে।’

মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা চাকরিজীবী মনোয়ার হোসেন বলেন, ‘মিন্টুর জায়গা পূরণ হওয়ার নয়। তবু নতুন যিনি এসেছেন তাকে নিয়ে বিতর্ক থাকলেও আমাদের প্রত্যাশা, তিনি এলাকার উন্নয়নে আন্তরিক হবেন।’

চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং এই নির্বাচনের অন্যতম প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বাইরে থেকে ভোটের সবকিছুই সুন্দর ছিল। কিন্তু ভেতরে যা হলো তা অপ্রত্যাশিত। এখন শিক্ষাবান্ধব এই ওয়ার্ডের মানুষের চারিত্রিক সনদ দেবেন একজন বিতর্কিত লোক। এই ওয়ার্ডবাসীর ভাগ্যে এখন কী আছে সেটাই দেখার বিষয়।

এর আগেও এমন অস্ত্রবাজ, বিতর্কিত প্রার্থী কাউন্সিলর হয়েছেন জানিয়ে দলটির সিনিয়র উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন বলেন, নগরের বহু ওয়ার্ডে এমন বিতর্কিত লোক ক্ষমতায় এসে পরে তারা এলাকার উন্নয়ন করে নিজেদের ইমেজ পাল্টেছেন। এ ক্ষেত্রে টিনুও যদি তেমন করতে পারেন তবে ভালো। আর না করতে পারলে জনগণই তাঁকে আবার প্রত্যাখ্যান করবে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম জেলার সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, ‘কীভাবে জামানত বাজেয়াপ্ত হয়েও একজন বিতর্কিত ব্যক্তি কাউন্সিলর হন তার দায় এড়াতে পারে না নগর আওয়ামী লীগ। এই ওয়ার্ডে যদি আগের কাউন্সিলরের ধারা অব্যাহত না থাকে, তবে সেটির প্রভাব কিন্তু দল বা সরকারের ওপরই বর্তাবে। এই নির্বাচন আবারও আমাদের এই প্রশ্নের সামনে ফেলে দেয় যে, ভালো প্রার্থী কি আর নির্বাচিত হবে না? তবু আমাদের প্রত্যাশা, জনগণের প্রতিনিধি হওয়ার কল্যাণে তিনি নিজের ভেতর একটা পরিবর্তন আনবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত