Ajker Patrika

১০ কিলোমিটার ধাওয়া করে জব্দ করা গাড়িতে মিলল ১ লাখ ১০ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি
১০ কিলোমিটার ধাওয়া করে জব্দ করা গাড়িতে মিলল ১ লাখ ১০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফে ১০ কিলোমিটার রাস্তা ধাওয়া দিয়ে এক লাখ ১০ হাজার পিচ ইয়াবাসহ নুরুল ইসলাম ওরফে নুরু (৩৫) নামে এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে পুলিশ । 

আটক নুরুল ইসলাম নুরুর বাড়ি টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ায়। আজ বুধবার বিকেলে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল।

রাসেল বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকা থেকে জনৈক ব্যক্তি মাদকের বড় একটি চালান নিয়ে যাচ্ছে এমন খবরে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি ইজিবাইক চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরাও গাড়িটি ধাওয়া দিয়ে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার দূরে শাহপরীরদ্বীপ-টেকনাফ সড়কের সংযোগস্থল থেকে জব্দ করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার সময় মাদক পাচারকারীকেও আটক করা হয়। 

পরে আটক নুরুল ইসলামের স্বীকারোক্তিমতে, ইজিবাইকের চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, ‘আটক ব্যক্তি সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য। উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে কারা জড়িত পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত