Ajker Patrika

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরসা সদস্য আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫: ৩২
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরসা সদস্য আটক

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নাইক্ষ্যংছড়ি থেকে এক আরসা সদস্যকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর নাম আবদুন নবী (৪০)।

জানা গেছে, আটক আবদুন নবী উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এ বসবাসরত ইমাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

ধারণা করা হচ্ছে, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের খবরে তিনি নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিলেন। 

আটকের পর আবদুন নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এক আসামিকে তাঁরা উখিয়া থানায় হস্তান্তর করেছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত