Ajker Patrika

পটিয়ায় নির্বাচনী উত্তাপ, রণক্ষেত্র কাশিয়াইশ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০২: ১৫
পটিয়ায় নির্বাচনী উত্তাপ, রণক্ষেত্র কাশিয়াইশ 

চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে নির্বাচনের চার দিন আগে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, নির্বাচনী অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুরো নয়াহাট ও বুধপুরা এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল কাসেম (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের (আনারস) সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে। 

ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ নিয়ে উভয় চেয়ারম্যান পদপ্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছেন। 

ঘটনার পরেই নৌকার প্রার্থী আবুল কাসেম এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার পূর্ব নির্ধারিত সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. ক. ম. শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ ফিরে এলে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছের নেতৃত্বে নৌকার অফিস ভাঙচুরসহ তাণ্ডব চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আবুল কাসেম। 

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাইছ বলেন, নৌকার প্রার্থী আবুল কাসেমের অনুসারীরা অতর্কিতভাবে বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলা, ভাঙচুরের সঙ্গে আমি কিংবা আমার কোনো  সমর্থক জড়িত নয়। তিনি তার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ আনেন। 

এদিকে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এ নির্বাচনে উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে শোভনদণ্ডী, বড়লিয়া, দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেম্বারদের পদে ভোটগ্রহণ করা হবে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।  নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত