নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ৭৭০ জন চিকিৎসক করোনা হয়েছেন। এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এদেরমধ্যে ১০ ভাগ ছাড়া, বাকিরা সবাই রোগীর সেবাই নিয়োজিত। এমনও অনেক চিকিৎসক আছেন, যারা কয়েকবার আক্রান্ত হয়েও আবারও কাজে ফিরেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের একজন চিকিৎসক ডা. প্রত্যাশা মল্লিক। এপ্রিলে যখন করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ চলছে তখন সরাসরি করোনা রোগীদের সেবা দিয়েছেন তিনি। করোনার থাবা থেকে রেহাই পাননি, মল্লিক ৪ এপ্রিল করোনা আক্রান্ত হন করোনায়। সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন। সেবা দিচ্ছেন করোনা রোগীদের।
শুধু কি প্রত্যাশা মল্লিক নয় চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরীর মতো চট্টগ্রামে এই পর্যন্ত ৭৭০ চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে আবারও কাজে ফিরেছেন। এর মধ্যে-তো ২৮ জন চিকিৎসক মারা গিয়েছেন। তবে আক্রান্ত ও মারা যাওয়া মধ্যে ১০ ভাগ অবসরে যাওয়া চিকিৎসক ছাড়া অন্যরা সবাই রোগীদের সেবা দিচ্ছেন।
চট্টগ্রামে করোনা যুদ্ধের অন্যতম সম্মুখযোদ্ধা হলেন মা ও শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা। গত বছর ফেব্রুয়ারিতে সাড়ে ৭ মাসের সন্তান জন্ম হয় তাঁর। তাঁর ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ থাকার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে, যেতে হয় আইসিইউতে। চার দিন আইসিইউতেও ছিলেন।
চমেকের সার্জারি ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরী বলেন, এপ্রিলে করোনা আক্রান্ত হই। সুস্থ হওয়ার পরপরই আবারও রোগীর সেবায় নেমে যাই। বর্তমানে ভয়াবহ মহামারির মধ্যেও প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছি।
চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন গত বছর করোনা আক্রান্ত হয়ে ১০ দিনের বেশি ছুটি কাটাননি। করোনা নেগেটিভ আসার পরপরই কাজে নেমে পড়েন তিনি।
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। করোনা শুরুর পর থেকে তিনি রাঙ্গুনিয়ায় নিজ গ্রামে রোগীর সেবা দিয়ে আসছেন। পাশাপাশি নগরেও সেবা দিচ্ছেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে ৭৭০ জন চিকিৎসক করোনা হয়েছেন। এর মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এদেরমধ্যে ১০ ভাগ ছাড়া, বাকিরা সবাই রোগীর সেবাই নিয়োজিত। এমনও অনেক চিকিৎসক আছেন, যারা কয়েকবার আক্রান্ত হয়েও আবারও কাজে ফিরেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটের একজন চিকিৎসক ডা. প্রত্যাশা মল্লিক। এপ্রিলে যখন করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ চলছে তখন সরাসরি করোনা রোগীদের সেবা দিয়েছেন তিনি। করোনার থাবা থেকে রেহাই পাননি, মল্লিক ৪ এপ্রিল করোনা আক্রান্ত হন করোনায়। সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন। সেবা দিচ্ছেন করোনা রোগীদের।
শুধু কি প্রত্যাশা মল্লিক নয় চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন, সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরীর মতো চট্টগ্রামে এই পর্যন্ত ৭৭০ চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে আবারও কাজে ফিরেছেন। এর মধ্যে-তো ২৮ জন চিকিৎসক মারা গিয়েছেন। তবে আক্রান্ত ও মারা যাওয়া মধ্যে ১০ ভাগ অবসরে যাওয়া চিকিৎসক ছাড়া অন্যরা সবাই রোগীদের সেবা দিচ্ছেন।
চট্টগ্রামে করোনা যুদ্ধের অন্যতম সম্মুখযোদ্ধা হলেন মা ও শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা। গত বছর ফেব্রুয়ারিতে সাড়ে ৭ মাসের সন্তান জন্ম হয় তাঁর। তাঁর ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ থাকার কারণে শারীরিক অবস্থার অবনতি হলে, যেতে হয় আইসিইউতে। চার দিন আইসিইউতেও ছিলেন।
চমেকের সার্জারি ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুস হারুন চৌধুরী বলেন, এপ্রিলে করোনা আক্রান্ত হই। সুস্থ হওয়ার পরপরই আবারও রোগীর সেবায় নেমে যাই। বর্তমানে ভয়াবহ মহামারির মধ্যেও প্রতিদিন রোগীদের সেবা দিচ্ছি।
চমেকের সার্জারি ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মইনুর হোসাইন গত বছর করোনা আক্রান্ত হয়ে ১০ দিনের বেশি ছুটি কাটাননি। করোনা নেগেটিভ আসার পরপরই কাজে নেমে পড়েন তিনি।
বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। করোনা শুরুর পর থেকে তিনি রাঙ্গুনিয়ায় নিজ গ্রামে রোগীর সেবা দিয়ে আসছেন। পাশাপাশি নগরেও সেবা দিচ্ছেন তিনি।
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
১ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
২৫ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৩৭ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে