কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ইয়াবা বহনকারী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে। এ সময় জব্দ করা ট্রলার থেকে ১ লাখ ৬০ হাজারটি ইয়াবা বড়িসহ যুবদলের এক নেতাকে আটক করে কোস্ট গার্ড।
নিহত আব্দুস শফি (৪৫) শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। আটক হেলালউদ্দিন শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং জব্দ করা ট্রলারটির মালিক।
কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ বলেন, ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ট্রলারে থাকা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁকে কোস্ট গার্ড সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ট্রলারটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে ট্রলার মালিক হেলাল উদ্দিনকে আটক করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, দুপুরের দিকে কোস্টগার্ড সদস্যরা ৪৫–৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চিকিৎসক আরও জানান, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ইয়াবা বহনকারী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে। এ সময় জব্দ করা ট্রলার থেকে ১ লাখ ৬০ হাজারটি ইয়াবা বড়িসহ যুবদলের এক নেতাকে আটক করে কোস্ট গার্ড।
নিহত আব্দুস শফি (৪৫) শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। আটক হেলালউদ্দিন শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং জব্দ করা ট্রলারটির মালিক।
কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ বলেন, ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ট্রলারে থাকা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁকে কোস্ট গার্ড সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ট্রলারটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে ট্রলার মালিক হেলাল উদ্দিনকে আটক করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, দুপুরের দিকে কোস্টগার্ড সদস্যরা ৪৫–৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
চিকিৎসক আরও জানান, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় খেলতে গিয়ে খাট থেকে পড়ে আয়শা (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩৭ মিনিট আগেকক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে অবৈধভাবে চলাচল করার অপরাধে ২৮টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হিমছড়ি পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ট্রাফিক পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জে ফেনসিডিলসহ বিএনপি নেতার ছেলে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হিজলতলা কামারপাড়া এলাকায় একটি চিহ্নিত মাদক স্পট থেকে তাঁদের...
১ ঘণ্টা আগে