Ajker Patrika

রাস উৎসব দেখে বাড়ি ফেরার পথে বাসচাপায় পথচারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
রাস উৎসব দেখে বাড়ি ফেরার পথে বাসচাপায় পথচারী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম পরিমল কান্তি দে (৬৫)। তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের পশ্চিম হিন্দুপাড়া গ্রামের মৃত খেমশ চন্দ্র দের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ধরপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে মহোৎসব চলছিল। সোমবার রাতে পরিমল কান্তি দে ও তাঁর দুজন নাতি রাস মহোৎসব দেখতে যান। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার জন্য হারবাং স্টেশন থেকে লেগুনা নিয়ে বরইতলী একতাবাজার নামেন। তিনজন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস আসতে দেখে দুই নাতি পেছনে সরে গিয়ে প্রাণে রক্ষা পেলেও বাসটি বৃদ্ধ পরিমলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, একটি অজ্ঞাত বাস পরিমলকে চাপা দিয়ে পালিয়ে যায়। অজ্ঞাত বাসটি শনাক্ত করতে পুলিশ কাজ চালাচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত