Ajker Patrika

‘চট্টগ্রাম বন্দরের প্রতিটি গেটে আমদানি-রপ্তানির জন‍্য স্ক‍্যানার বসানো হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৪: ১২
‘চট্টগ্রাম বন্দরের প্রতিটি গেটে আমদানি-রপ্তানির জন‍্য স্ক‍্যানার বসানো হবে’

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তার জন‍্য স্ক‍্যানার বসানোর কার্যক্রম চলমান রয়েছে। বন্দরের প্রতিটি গেটে আমদানি-রপ্তানির জন‍্য স্ক‍্যানার বসানো হবে।’

আজ রোববার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বন্দরে যাতে স্ক‍্যানার বসানো না হয়, এখানে যাতে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া না লাগে, সে জন‍্য সংঘবদ্ধ চক্র জোরালো ভূমিকা রাখছে। এর পরও আমরা দমে নেই। বন্দরের ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের ডিজিটাল করার জন‍্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যা যা করণীয়, তা করা হবে। শুধু চট্টগ্রাম বন্দর নয়, মোংলাসহ অন্যান্য স্থলবন্দরেও স্ক‍্যানার বসানোর কাজ চলমান রয়েছে।’ 

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি অনুসারে তাদের দেশের জাহাজ চট্টগ্রাম বন্দর ব‍্যবহার করতে পারবে এবং সেখান থেকে সড়কপথে ভারতের অন্যান্য রাজ্যে মালামাল যেতে পারবে। এর জন‍্য চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজের ট্রায়াল রান হয়েছে। আরও ট্রায়াল হবে।’ 

চট্টগ্রাম বন্দরকে আরও আপগ্রেড করা হচ্ছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও ওভারফ্লো ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। অধিক জাহাজ বাড়ার চাপ সামাল দেওয়ার জন‍্য চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এসআরও হয়ে গেলে নিয়মিতভাবে ভারতীয় জাহাজ আসা শুরু করবে। 

এ বিষয়ে ভারতের জাহাজ চট্টগ্রাম বন্দর ব‍্যবহার করা এবং সেখান থেকে পণ‍্য ভারতের অন্যান্য রাজ্যে পাঠানোর বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ মানবিক রাষ্ট্র। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ পেয়েছি। আমরা সব সময় মানবিক পদক্ষেপ নিয়েছি। বঙ্গবন্ধুর বিদেশনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব করা। সে অনুযায়ী আমরা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছি।’ 

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সদস‍্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম ও সদস‍্য (প্রকৌশল) ক‍্যাপ্টেন মো. মাহবুবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত