Ajker Patrika

চট্টগ্রামে ১৫ মার্চ নগর ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ১৫ মার্চ নগর ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে আগামী ১৫ মার্চ ‘নগর ভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা দিয়েছে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী সমাবেশ ও ৪১ ওয়ার্ডে সংগ্রাম কমিটি গঠনের কর্মসূচিও রয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কদমতলীর গণসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের উদ্যোগে কদমতলী আবুল খায়ের মেম্বার চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি মো. নুরুল আবছার। 

সভাপতি তাঁর বক্তব্যে হোল্ডিং ট্যাক্স বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ৪১টি ওয়ার্ডে চলমান সংগ্রাম কমিটিতে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এই সমাবেশ থেকে সুরক্ষা পরিষদের সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং ১৫ মার্চের নগর ভবন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। 

সমাবেশে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, ‘একজন মেয়র সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করার ক্ষমতা রাখেন। কিন্তু মেয়র কীভাবে ৪ / ৫ লাখ টাকা ছাড় দিচ্ছেন এটা আমার বোধগম্য নয়।’ 

এতে আরও বক্তব্য রাখেন—ইসমাইল উদ্দিন মনু, মীর মোহাম্মদ ইসলাম, কাজী শহীদুল হক স্বপন, মুজিবুল হক, এরশাদ হোসেন, মনির হোসেন, ওলি আহম্মদ, নুরুল হুদা তানভীর, হাসান ইমরান, সজ্জাদ হোসেন, হারুন উর রশীদ, মো. মফিজ, মো. হাসান, মো. নসু, জেকি ও মুন্নাসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত