ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে শিউলি আক্তার আরুদা (৩৫) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকার ওই ঘটনায় তাঁর স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
নিহত শিউলি আক্তার আরুদা লাড়ুচৌ এলাকার জানু সরকার বাড়ির সুমন মিয়ার স্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
নিহত শিউলির ছেলে মো. রিহান বলেন, ‘শুক্রবার রাত থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে কাপড়ের অংশ দেখা যায়। সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মায়ের লাশ উদ্ধার করা হয়।’
শিউলির বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘২০ বছর আগে সুমন মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন মিয়া তাকে বিভিন্ন সময় মারধর করত। তখন শিউলি আমাদের কাছে এলে সন্তানদের কথা চিন্তা করে তাকে বুঝিয়ে আবার স্বামীর সংসারে পাঠাতাম। মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময় টাকাপয়সাও দেওয়া হয়। কয়েক দিন আগে টাকার জন্য মারধর করলে তাকে আবারও ৩০ হাজার টাকা দিই। সেই টাকা নিয়ে ঘটনার দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন শনিবার বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় আমার মেয়ের লাশ পাওয়া যায়।’
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ গিয়ে ডোবা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিউলির স্বামী সুমন মিয়াকে অভিযুক্ত করে তাঁর মা ঝর্ণা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে শিউলি আক্তার আরুদা (৩৫) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকার ওই ঘটনায় তাঁর স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
নিহত শিউলি আক্তার আরুদা লাড়ুচৌ এলাকার জানু সরকার বাড়ির সুমন মিয়ার স্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
নিহত শিউলির ছেলে মো. রিহান বলেন, ‘শুক্রবার রাত থেকে মাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে কাপড়ের অংশ দেখা যায়। সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় মায়ের লাশ উদ্ধার করা হয়।’
শিউলির বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘২০ বছর আগে সুমন মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুমন মিয়া তাকে বিভিন্ন সময় মারধর করত। তখন শিউলি আমাদের কাছে এলে সন্তানদের কথা চিন্তা করে তাকে বুঝিয়ে আবার স্বামীর সংসারে পাঠাতাম। মেয়ের সুখের কথা ভেবে বিভিন্ন সময় টাকাপয়সাও দেওয়া হয়। কয়েক দিন আগে টাকার জন্য মারধর করলে তাকে আবারও ৩০ হাজার টাকা দিই। সেই টাকা নিয়ে ঘটনার দিন তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পর থেকে আমার মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন শনিবার বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় আমার মেয়ের লাশ পাওয়া যায়।’
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ গিয়ে ডোবা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিউলির স্বামী সুমন মিয়াকে অভিযুক্ত করে তাঁর মা ঝর্ণা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে