Ajker Patrika

চাঁদপুর-৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার প্রার্থী সাংবাদিক শফিকুর জয়ী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩: ৩৪
চাঁদপুর-৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌকার প্রার্থী সাংবাদিক শফিকুর জয়ী

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ভোটের ফলাফলে নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এতে ৩৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। 

স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া পেয়েছেন ৩৫ হাজার ৪২৫ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে জালাল আহমেদ সিআইপি পেয়েছেন ১৮ হাজার ৭৬০ ভোট। রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মণ্ডল।

এই আসনে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৭১ জন। আর নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৩৬১ জন। ভোটার সংখ্যা মোট ৩ লাখ ৬৯ হাজার ১৩২।

ভোট গণনা চলাকালীন উপজেলা পরিষদ চত্বরে নৌকার প্রার্থী শফিকুর রহমান এবং ঈগল প্রতীকের শামছুল হক ভূঁইয়ার কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত