দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে একটি ভাঙা কালভার্টের গর্তে গাছের ডাল ফেলে তার ওপর বিপদ সংকেত হিসেবে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়েজ উল্লাহ মাস্টারের বাড়ির পাশের কালভার্টটির এমন অবস্থা।
স্থানীয় বাসিন্দা মো. শাহ জালাল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক। এ সড়ক দিয়ে মোহনপুর, ফুলতুলি চান্দিনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করা হয়। এছাড়াও মোহাম্মদপুর, মোহনপুর একটি কৃষিনির্ভর এলাকা। স্থানীয় কৃষকেরা আমন ধানসহ বিভিন্ন শাকসবজি বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ গুরুত্বপূর্ণ সড়কটি আজ ১০ / ১২ দিন ধরে ভাঙা। এখানে গাছের ঢালা কেটে ওপরে লাল কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। গত বছরও এ কালভার্টটি সংস্কার করা হয়েছিল। দ্রুত এ কালভার্টটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কৃষক লীগ নেতা মো. সেলিম বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোড়া। যেকোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীসহ শত শত শিক্ষার্থীরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাঙা কালভার্ট দিয়ে রাস্তা পার হচ্ছেন। বিশেষ করে রাতের বেলায় কালভার্ট দিয়ে পারাপারে ঝুঁকি বাড়ে। ভাঙা কালভার্টটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ূন কবীর বলেন, ইউপি চেয়ারম্যান এলাকায় নেই, তিনি আসলে তাকে জানানো হবে এবং ভাঙা কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে কাউকে এখনো জানানো হয়নি।
উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, কালভার্টটি মেরামত অযোগ্য হলে বরাদ্দ দিয়ে ভেঙে নতুন করে করা হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি কালভার্ট সংস্কার করা হয়েছে। মোহাম্মদপুরের ভাঙা এ কালভার্টটিও মেরামত করা হবে।’
কুমিল্লার দেবিদ্বারে একটি ভাঙা কালভার্টের গর্তে গাছের ডাল ফেলে তার ওপর বিপদ সংকেত হিসেবে লাল কাপড় ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফয়েজ উল্লাহ মাস্টারের বাড়ির পাশের কালভার্টটির এমন অবস্থা।
স্থানীয় বাসিন্দা মো. শাহ জালাল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক। এ সড়ক দিয়ে মোহনপুর, ফুলতুলি চান্দিনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করা হয়। এছাড়াও মোহাম্মদপুর, মোহনপুর একটি কৃষিনির্ভর এলাকা। স্থানীয় কৃষকেরা আমন ধানসহ বিভিন্ন শাকসবজি বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ গুরুত্বপূর্ণ সড়কটি আজ ১০ / ১২ দিন ধরে ভাঙা। এখানে গাছের ঢালা কেটে ওপরে লাল কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। গত বছরও এ কালভার্টটি সংস্কার করা হয়েছিল। দ্রুত এ কালভার্টটি মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কৃষক লীগ নেতা মো. সেলিম বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোড়া। যেকোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীসহ শত শত শিক্ষার্থীরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাঙা কালভার্ট দিয়ে রাস্তা পার হচ্ছেন। বিশেষ করে রাতের বেলায় কালভার্ট দিয়ে পারাপারে ঝুঁকি বাড়ে। ভাঙা কালভার্টটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. হুমায়ূন কবীর বলেন, ইউপি চেয়ারম্যান এলাকায় নেই, তিনি আসলে তাকে জানানো হবে এবং ভাঙা কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তবে কাউকে এখনো জানানো হয়নি।
উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম জানান, কালভার্টটি মেরামত অযোগ্য হলে বরাদ্দ দিয়ে ভেঙে নতুন করে করা হবে।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি কালভার্ট সংস্কার করা হয়েছে। মোহাম্মদপুরের ভাঙা এ কালভার্টটিও মেরামত করা হবে।’
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৪) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তাঁরা কেউই মামলার এজাহারনামীয় আসামি নন।
১৬ মিনিট আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
১ ঘণ্টা আগে