Ajker Patrika

সীতাকুণ্ডে পুকুরে মিলল ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে পুকুরে মিলল ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাকচালকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আকতার হোসেন (৫৫)। আজ শনিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার ভোগার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আকতার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মধ্যম করিমপুর এলাকার মোখতার হোসেনের ছেলে। তিনি কাজের সুবাদে পরিবার নিয়ে দীর্ঘ ১০–১২ বছর ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামে ভাড়া বাসায় বাস করেন। তাঁর স্ত্রী রোকেয়া বেগম চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টসে চাকরি করেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে ইমামনগর এলাকার পুকুরের পানিতে থাকা শেওলার মধ্যে উল্টোভাবে পড়ে থাকা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা সেখানে যান এবং অর্ধগলিত মরদেহটি নিখোঁজ আকতার হোসেনের বলে শনাক্ত করেন তাঁরা।

আকতার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হন আকতার হোসেন। কিন্তু সন্ধ্যা হওয়ার পরও ফিরে না আসায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।

পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশের কাপড় দেখে শনাক্ত করেন তাঁর স্বামীকে। তাঁর স্বামীকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, পুকুরের পানি থেকে উদ্ধার করা ট্রাকচালকের মরদেহটি অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজনেরা পরিকল্পিত হত্যার দাবি করলেও হত্যার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত