সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাকচালকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আকতার হোসেন (৫৫)। আজ শনিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার ভোগার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আকতার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মধ্যম করিমপুর এলাকার মোখতার হোসেনের ছেলে। তিনি কাজের সুবাদে পরিবার নিয়ে দীর্ঘ ১০–১২ বছর ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামে ভাড়া বাসায় বাস করেন। তাঁর স্ত্রী রোকেয়া বেগম চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টসে চাকরি করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে ইমামনগর এলাকার পুকুরের পানিতে থাকা শেওলার মধ্যে উল্টোভাবে পড়ে থাকা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা সেখানে যান এবং অর্ধগলিত মরদেহটি নিখোঁজ আকতার হোসেনের বলে শনাক্ত করেন তাঁরা।
আকতার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হন আকতার হোসেন। কিন্তু সন্ধ্যা হওয়ার পরও ফিরে না আসায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশের কাপড় দেখে শনাক্ত করেন তাঁর স্বামীকে। তাঁর স্বামীকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, পুকুরের পানি থেকে উদ্ধার করা ট্রাকচালকের মরদেহটি অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজনেরা পরিকল্পিত হত্যার দাবি করলেও হত্যার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাকচালকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আকতার হোসেন (৫৫)। আজ শনিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার ভোগার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আকতার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মধ্যম করিমপুর এলাকার মোখতার হোসেনের ছেলে। তিনি কাজের সুবাদে পরিবার নিয়ে দীর্ঘ ১০–১২ বছর ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামে ভাড়া বাসায় বাস করেন। তাঁর স্ত্রী রোকেয়া বেগম চট্টগ্রাম নগরীর একটি গার্মেন্টসে চাকরি করেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে ইমামনগর এলাকার পুকুরের পানিতে থাকা শেওলার মধ্যে উল্টোভাবে পড়ে থাকা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানার পর পরিবারের সদস্যরা সেখানে যান এবং অর্ধগলিত মরদেহটি নিখোঁজ আকতার হোসেনের বলে শনাক্ত করেন তাঁরা।
আকতার হোসেনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, গত বুধবার সকালে বাড়ি থেকে বের হন আকতার হোসেন। কিন্তু সন্ধ্যা হওয়ার পরও ফিরে না আসায় মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
পরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশের কাপড় দেখে শনাক্ত করেন তাঁর স্বামীকে। তাঁর স্বামীকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, পুকুরের পানি থেকে উদ্ধার করা ট্রাকচালকের মরদেহটি অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজনেরা পরিকল্পিত হত্যার দাবি করলেও হত্যার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।
বক্তারা বলেন, জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে একজন যুবককে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এটি নিছক হত্যাকাণ্ড নয়, এটি চরম বর্বরতা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে এমন সহিংসতা চলতেই থাকবে।
২০ মিনিট আগেথানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে উঠেন দাদা আছির উদ্দিন।
২৩ মিনিট আগেমিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন বলেন, “ব্যবসায়ী সোহাগকে যেভাবে আদিম কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
২৪ মিনিট আগেবিএনপি ত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার পর থেকে দলের রাজনৈতিক অবস্থান বামপন্থী ধাঁচে ধাবিত হচ্ছে। পাশাপাশি ইসলামপন্থী দল ও চিন্তাবিদদের প্রতি দলের নেতিবাচক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে, যা তাঁর ভাষায় "চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী।"
২৭ মিনিট আগে