Ajker Patrika

নোয়াখালীতে হত্যাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৯
নোয়াখালীতে হত্যাসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আমজাদ হোসেন সুমন প্রকাশ খালাসি সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খালাসি সুমন হত্যাসহ ১৩টি মামলার আসামি। একটি অস্ত্র মামলায় ইতিমধ্যে তাঁর ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার লুৎফল হক লাতু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় অগ্নিসংযোগ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি খালাসি সুমন। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, মাদক ও হত্যা ঘটনাসহ ১৩টি মামলা রয়েছে। একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন সুমন।

র‌্যাব-১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ জানান, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় হামলা, খুন, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা গত ২০ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সুমন। 

সুমন ও তাঁর বাহিনীর সদস্যরা বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাঁকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত