Ajker Patrika

পটিয়ায় পরিচ্ছন্নতাকর্মীকে মারধরের পর চাঁদা চাওয়ার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১১: ০৪
পটিয়ায় পরিচ্ছন্নতাকর্মীকে মারধরের পর চাঁদা চাওয়ার অভিযোগ

চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসিমের বিরুদ্ধে পৌরসভার কর্মচারীকে মারধরের পর ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার জসিমসহ সাত জনের বিরুদ্ধে পটিয়া থানায় এজাহার দায়ের করেছেন পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টরের দায়িত্বে থাকা অজিত কুমার দে। এ সময় এজাহারে আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

অভিযুক্তরা হলেন নাসির উদ্দিন (৪৫), মো. সাইফুদ্দিন (৩০), নজরুল (৩৮), ফোরকান (৩৬), মহিউদ্দিন (৪০) ও বোরহান (৩৩)। 

এজাহার সূত্রে জানা গেছে, ৩০ বছর ধরে পটিয়া পৌর এলাকার ময়লা-আবর্জনা পটিয়া থানার বিসিক শিল্পনগরী আরাকান রোডের উত্তর পাশে পরিত্যক্ত জায়গা ফেলা হচ্ছে। গতকাল দুপুরের দিকে পৌরসভার কর্মচারী মিন্টু বসাক ময়লা ফেলতে গেলে তাঁকে বাধা দেন জসিম ও তাঁর সহযোগীরা। এ সময় তাঁরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মিন্টুসহ অজিত ও শাহেদকে বেধড়ক মারধর করা হয়। চাঁদার টাকা না দিলে পরিণাম ভালো হবে না বলেও জানান তাঁরা। মারধরের কারণে মিন্টু গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিসিক শিল্প এলাকায় ময়লা ফেলতে গেলে চেয়ারম্যান ইনজামুল হক জসিম এসে বাধা দেন। এ সময় তিনি ও তাঁর লোকজন চাঁদা দাবি করেন। পরে পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করা হয়। এ বিষয়ে থানায় একটি লিখিত এজাহার দেওয়া হয়েছে। 

ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম প্রথমে এটিকে বিচ্ছিন্ন ঘটনা ও রাজনৈতিক প্রতিপক্ষ লোকজনের উদ্দেশ্য প্রণোদিত দাবি করে বলেন, ‘ঘটনাটি বানানো। অভিযোগের বিষয়ে থানায় কোনো ধরনের অভিযোগ হয়নি। আমি মেয়র ও এমপিকে বিষয়টি অবহিত করেছি। আগামীকাল শুক্রবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।’ 

থানায় লিখিত অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে ঘটনাস্থলে দুজন ছিলেন স্বীকার করে চেয়ারম্যান বলেন, বাকি লোকজন ওই সময় ঘটনাস্থলে ছিলেন না। 

লিখিত অভিযোগের বিষয়ে চেয়ারম্যান বলেন, অভিযোগ লেখা হয়েছে, তবে থানায় জমা দেওয়া হয়নি। তবে প্রতিবেদকের কাছে থানার সিল দেওয়া রিসিভ কপি হাতে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মেয়র তো স্বীকার করেছেন যে আমার কাছে কোনো অভিযোগ তাঁরা গ্রহণ করেননি। রাগের মাথায় হয়তো তাঁরা অভিযোগটি লিখে ফেলেছেন। এরপর সবার সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তা আর জমা দেওয়া হয়নি।’ 

অভিযোগের বিষয়ে পটিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছেচাঁদার বিষয়ে ইনজামুল হক জসিম বলেন, ‘কয়েক দিন আগে রাতের আঁধারে পৌরসভার এক ট্রাক ময়লা সড়কে ফেলে চলে যান। সেদিন রাতে তিনটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। রাতে আমার ইউনিয়নের এক সদস্য আমাকে মোবাইলে বিষয়টি জানায়। আমি সঙ্গে সঙ্গেই মেয়রকে অবহিত করি। এর পরদিন আবারও সড়কের পাশে পৌরসভার গাড়ি ময়লা ফেলতে এলে আমরা বাধা দিই।’ 

এ নিয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, এটি একটি ছোটখাটো ঘটনা। 

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সময় উত্তপ্ত বাক্যবিনিময় ও হুমকি দেওয়া হয়েছে। আর এই অভিযোগের বিষয়ে কী যে করব তা বুঝতে পারছি না। ওই সময় বলা হয়েছিল যে চর-থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়া হবে মাত্র। অভিযোগ মানে হট টকে যা হয় আরকি।’ 

মেয়র মো. আইয়ুব বাবুল বলেন, ‘এ ঘটনায় এখন আমি কোনো বক্তব্য দেব না। বিষয়টি পরে দেখা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত