Ajker Patrika

চট্টগ্রামে দায়িত্বে অবহেলায় ৩ টিকিট কালেক্টর বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দায়িত্বে অবহেলায় ৩ টিকিট কালেক্টর বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তিন টিকিট কালেক্টরকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। তাঁদের পরিবর্তে বুকিং সহকারী তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি নিয়মের ব্যত্যয় বলছেন সংশ্লিষ্টরা। 

রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চট্টগ্রামে আসেন। ওইদিন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ছিলেন। স্টেশনের গেটে যাদের টিকিট চেক করার দায়িত্ব তাঁরা ছিলেন না। ফলে ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের পরিবর্তে তিন বুকিং সহকারীকে দায়িত্ব পালন করতে বলা হয়। 

সাময়িক বরখাস্ত হওয়া তিনজন টিকিট কালেক্টর হলেন কামরুল ইসলাম, আবু সাইদ ফিরোজ ও মো. সবুজ। তাঁদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন বুকিং সহকারী জহিরুল ইসলাম, যতন শীল ও গোপীনাথ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটি শেষ পর্যায়ে হওয়ায় ওই তিনজন গেট ছেড়ে বাসায় চলে যান। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মহোদয় এসেছিলেন। দায়িত্ব অবহেলায় ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’

দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বুকিং সহকারী জহিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে টিসির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’

রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিসির দায়িত্ব বুকিং সহকারীকে দেওয়াটা উচিত হয়নি। রেলওয়ের ইতিহাসে এ রকম ঘটনা আর ঘটেনি। দায়িত্ব দিতে চাইলে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে টিসি এনে সাময়িক দায়িত্ব দিতে পারত। 

সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকের ফোন ধরেন না। দায়িত্বও ঠিকমতো পালন করেন না। পাহাড়তলীর নিজ অফিসে কমিশনের ভিত্তিতে শুধু ফাইলে সইয়ে ব্যস্ত থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত