Ajker Patrika

চাঁদপুরে ব্যাংকের ছাদ থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৬
চাঁদপুরে ব্যাংকের ছাদ থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক ভবনের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহাদাত হোসেন সাজ্জাদ (২০) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরে মতলব উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এর আগে সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় সাজ্জাদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ। 

শাহাদাত গজরা ইউনিয়নের গজরা গ্রামের প্রধানিয়া বাড়ীর ছামাদ প্রধানিয়ার ছেলে। দুই মাস পূর্বে কৃষি ব্যাংক গজরা বাজার শাখায় নৈশ প্রহরী হিসেবে কাজ যোগদান করেন। 

শাহাদাতের ফুপু রহিমা বেগম ওই ব্যাংকে রান্নাবান্নার কাজ করতেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের কাজ শেষে বাড়ি না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। পরে ব্যাংকের ছাদে তাকে হাত-পা বাঁধা দেখতে পায়।’ 

মা শিরিন বেগম বলেন, ‘দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে। মাত্র এক মাসের বেতন পেল। প্রতিদিন বিকেলে বাড়ি থেকে ব্যাংকে আসে, আর সকালে বাসায় ফিরে। সকাল ৮টায় বাড়িতে না যাওয়ায় আমি নিজে ব্যাংকে আসি। এসে দেখি ব্যাংকের সব দরজা তালা বদ্ধ। পরে চলে যাই। মনে করেছি কোনো দোকানে নাশতা খেতে গেছে। আমার ছেলের কোনো শত্রু নেই।’ ছেলে হত্যার বিচার দাবি করে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো কথা বলতে পারব না। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তকাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। খুব দ্রুত সময়েই দোষীদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ খবর পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত