Ajker Patrika

আবদুল্যাহর চরে ডুবে যাওয়া নৌকার ৮ জেলে উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ১১
Thumbnail image

জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আবদুল্যাহর চরে ডুবে যাওয়া নৌকার আট জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের হিজলা উপজেলায় যাওয়ার পথে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন বরিশালের হিজলা উপজেলার কাকুড়িয়া এলাকার বাসিন্দা ইসমাইল মাঝি, ইব্রাহিম, সাইফুল ফরাজী, সাদ্দাম, রাব্বি, মো. আব্দুল, নুরুল ইসলাম ও শুক্কুর। 

রামগতি উপজেলার আবদুল্যাহর চরে ডুবে যাওয়া নৌকার জেলেদের উদ্ধারকাজ চলছেপ্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় আট জন জেলে ছিল। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল দেওয়া হয়। কল পেয়ে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নি.) মো. ফেরদৌস আহম্মেদের তদারকিতে জেলেদের উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে ফেরদৌস আহম্মেদ বলেন, ‘ডুবে যাওয়া নৌকাটি ও আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে জেলেদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত