Ajker Patrika

চকরিয়ায় নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭: ১৫
চকরিয়ায় নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরি নদীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলার আনিছপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মরদেহ উদ্ধার করে।

এর আগে আজ সকাল ১০টার দিকে মাতামুহুরি নদীতে মাছ শিকার করতে নেমে দুজন নিখোঁজ হয়েছিলেন।

মরদেহ উদ্ধার হওয়া দুজনের নাম চকরিয়া পূর্ব বড় ভেওলার কালাগাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেরে মনছুর আলম (২১) ও একই ইউনিয়নের সিকদারপাড়ার আব্দুস ছালামের ছেলে মো. মুবিন (১৮)।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার সকালে মনছুর ও মুবিন মাছ শিকার করতে মাতামুহুরি নদীতে নামেন। ছোট ছোট বাঁশের খুঁটি দিয়ে ঘিরে নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীতে ডুব দেন দুজন। এরপর তাঁরা দুজন নিখোঁজ হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি করে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ডুবুরিদল এনে নদীতে তল্লাশী করার পর দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুজনই শখেরবশে মাছ শিকার করে। শ্রমিকের কাজের পাশাপাশি মাঝে মাঝে নদীতে মাছ করত। তাঁরা দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (টিম লিডার) সালা উদ্দিন বলেন, ‘ঘটনার উদ্ধারকারী দল নদীতে তল্লাশি চালায়। সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরিদল আনা হয়। ডুবুরি দল আসার পর বিকেল ৪টা ২০মিনিটের দিকে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাতামুহুরি নদীতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত