Ajker Patrika

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল নেমে মাহমুদুল হাসান (১৬) নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

মাহমুদুল হাসান কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর ডিকপাড়ার দিদারুল আলমের ছেলে। সে স্থানীয় পিএমখালী আদর্শ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

সমুদ্রসৈকতে দায়িত্বরত বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসে সমুদ্রসৈকতে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসে (সেপ্টেম্বর) তিনজন, আগস্টে দুজন এবং জুলাই ও জুন মাসে একজন করে মারা যায়।

সুপারভাইজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহমুদসহ ছয়জন সুগন্ধা পয়েন্টে নেমে সমুদ্রে গোসল করছিল। এ সময় মাহামুদ অসুস্থ হয়ে পানিতে ভেসে যায়। তাৎক্ষণিক লাইফগার্ড কর্মীরা সাগরে নেমে তাকে উদ্ধার করে জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত কিশোরের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত