Ajker Patrika

চকরিয়ায় আইস বিক্রির সময় শ্রমিক লীগের নেতাসহ আটক ৫ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় আইস বিক্রির সময় শ্রমিক লীগের নেতাসহ আটক ৫ 

কক্সবাজারের চকরিয়ায় ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) বিক্রির সময় পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে আটক করেছেন র‍্যাব। গতকাল রোববার পৌরশহরের চকরিয়া শপিং কমপ্লেক্সের একটি কাপড়ের দোকান থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার গড়দুয়ারা গ্রামের ফরিদ আহাম্মদের ছেলে মো. মহি উদ্দিন ওরফে শিবলু (৪৪), খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি গ্রামের ইকবাল আহম্মদের ছেলে মাসুদ রানা (৩০), চকরিয়া পৌরসভার দিগরপানখালী গ্রামের মৃত গোলাম ছোবহানের ছেলে সাবের আহাম্মদ ওরফে টুক্কু (৪০), পৌরসভার মিয়াজীপাড়া এলাকার আবু সালামের ছেলে মামুনুর রশিদ ওরফে রিপন (২৮) ও একই এলাকার মীর কাশেমের ছেলে মো. রিদুয়ান (২৬)। তাঁদের মধ্যে রিদুয়ান চকরিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। 

আজ সোমবার দুপুরে র‍্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুর দেড়টার দিকে আইসসহ শহরে চকরিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের মের্সাস শাহ আমানত স্টোর নামের এক কাপড়ের দোকানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মাদক কারবারি দল। এ সময় র‍্যাব অভিযান চালিয়ে আইস ও নগদ টাকাসহ পাঁচজন আটক করে। তাঁদের কাছ থেকে ৪২০ গ্রাম আইস ও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচজন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছেন। তাঁদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত