Ajker Patrika

আইআইইউসির সাবেক চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫০
আইআইইউসির সাবেক চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) অর্থ আত্মসাৎ মামলায় বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ আ ন ম মুহাম্মদ সামশুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আজকের পত্রিকাকে বলেন, আইআইইউসি'র অর্থ আত্মসাৎ মামলায় সামশুল ইসলামকে গ্রেপ্তারের পর আদালতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাঁর কাছ থেকে আত্মসাৎ করা টাকার তথ্য জানার পাশাপাশি ওই টাকা উদ্ধারের চেষ্টা করা হবে। 

সুমন বণিক আরও বলেন, আইআইইউসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকাকালে বিশ্ববিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর বেতনভাতা এবং প্রভিডেন্ট ফান্ডের প্রায় ১৫ কোটি টাকার গরমিল হয়। এ ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে চলতি বছরের ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হ‌ুমায়ূন কবির বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। 

এতে সাবেক সাংসদ সামশুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কে এম গোলাম মহিউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সাবেক ট্রেজারার আহসান উল্লাহ ভূঁইয়া, সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আমিরুজ্জামান, আইআইইউসি ট্রেজারার আবদুল হামিদ চৌধুরী, সহউপাচার্য মো. আলী আজাদী ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুর রহমানসহ ১০ জনকে আসামি করা হয়। 

তাঁদের মধ্যে একটি মামলায় গোয়েন্দা পুলিশ ১০ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে সামশুল ইসলামকে গ্রেপ্তার করেন। এরপর সীতাকুণ্ড থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত