Ajker Patrika

যুবলীগ নেতার চোখ উপড়ে নিল সন্ত্রাসীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২৩: ০২
যুবলীগ নেতার চোখ উপড়ে নিল সন্ত্রাসীরা

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা কামাল হোসেনের এক চোখ উপড়ে নিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুরের নন্দীগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত কামাল হোসেন বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পোদ্দার বাজারের ফল ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, কামাল হোসেন ইফতারের পর বাড়ি থেকে পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন। নন্দীগ্রাম এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে রড দিয়ে খুঁচিয়ে তার চোখ উপড়ে ফেলে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কামাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কামাল হোসেন বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীর লোক বলে জানিয়েছেন এলাকাবাসী। এঘটনা পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত কামাল হোসেনের ভাই ফরহাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার ভাই জড়িত। সে বশিকপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। পোদ্দার বাজারের ফলের ব্যবসা করে।’

সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের নৌকা মার্কার ভোট করার কারণেও অনেক হয়রানির শিকার হতে হচ্ছে। এঘটনার বিচার চাই।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তার ডান চোখের অবস্থায়সহ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মাথা, নাখ-মুখ ও চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক আজকের পত্রিকা বলেন, ‘কামাল হোসেনের সঙ্গে বাজারের সার ব্যবসায়ী নোমানের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত