ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানকে সমর্থন দেওয়া ভোটারদের সই করা তালিকার একাংশ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগ দেন তিনি।
ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি নির্বাচনে অংশ নিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
মৌখিক অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ভোটার তালিকার কয়েকটি পাতা ছিনতাই হয়েছে বলে মৌখিকভাবে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান আমাকে জানিয়েছেন। তবে তাঁর কাছে তালিকার অতিরিক্ত কপি আছে বলে জানিয়েছেন।’
ফিরোজুর রহমান সাংবাদিকদেরকে বলেন, ‘মোট ভোটার সংখ্যার এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। আজ সকালে ভোটারদের তালিকা নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার পথে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের খালকাটা এলাকায় আমার কর্মী মহিবুর রহমানের কাছ থেকে ২৫০ জন ভোটারের স্বাক্ষরিত একটি তালিকা ছিনতাই করে স্থানীয় কয়েকজন যুবক।’
ফিরোজুর রহমান আরও বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু মূসা আনসারির মদদে আমার ভোটার তালিকা ছিনতাই করা হয়েছে। আমি যেন নির্বাচনে অংশ না নিতে পারি সে জন্যই এটি করা হয়েছে।’
ফিরোজুর রহমানের কর্মী মহিবুর রহমান বলেন, ‘আমরা ভোটারদের তালিকা নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। পথিমধ্যে খালকাটা মোড়ের সেতুর ওপর সাত-আট জন আমাদের পথরোধ করেন। এ সময় তাঁরা আমার কাছ থেকে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরিত তালিকা ছিনতাই করে নিয়ে যান।’
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু মূসা আনসারী বলেন, ‘উনি (ফিরোজুর রহমান) একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন খালকাটার লোকজন ছিনতাই করেছে। আরেকবার বলছেন আমার লোক নিয়েছে। আমি কেন ছিনতাই করাব?’
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানকে সমর্থন দেওয়া ভোটারদের সই করা তালিকার একাংশ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগ দেন তিনি।
ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি নির্বাচনে অংশ নিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
মৌখিক অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ভোটার তালিকার কয়েকটি পাতা ছিনতাই হয়েছে বলে মৌখিকভাবে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান আমাকে জানিয়েছেন। তবে তাঁর কাছে তালিকার অতিরিক্ত কপি আছে বলে জানিয়েছেন।’
ফিরোজুর রহমান সাংবাদিকদেরকে বলেন, ‘মোট ভোটার সংখ্যার এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। আজ সকালে ভোটারদের তালিকা নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার পথে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের খালকাটা এলাকায় আমার কর্মী মহিবুর রহমানের কাছ থেকে ২৫০ জন ভোটারের স্বাক্ষরিত একটি তালিকা ছিনতাই করে স্থানীয় কয়েকজন যুবক।’
ফিরোজুর রহমান আরও বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু মূসা আনসারির মদদে আমার ভোটার তালিকা ছিনতাই করা হয়েছে। আমি যেন নির্বাচনে অংশ না নিতে পারি সে জন্যই এটি করা হয়েছে।’
ফিরোজুর রহমানের কর্মী মহিবুর রহমান বলেন, ‘আমরা ভোটারদের তালিকা নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। পথিমধ্যে খালকাটা মোড়ের সেতুর ওপর সাত-আট জন আমাদের পথরোধ করেন। এ সময় তাঁরা আমার কাছ থেকে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরিত তালিকা ছিনতাই করে নিয়ে যান।’
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু মূসা আনসারী বলেন, ‘উনি (ফিরোজুর রহমান) একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন খালকাটার লোকজন ছিনতাই করেছে। আরেকবার বলছেন আমার লোক নিয়েছে। আমি কেন ছিনতাই করাব?’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। এক মাস বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে তিনি পরীক্ষা দিয়েছেন। তারপরও রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জামে মসজিদের পাশে এক মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।
১৮ মিনিট আগেএনসিপিকে সুপরিকল্পিতভাবে নির্বাচনবিরোধী করে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার বিকেলে যশোর শহরের জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, তখন একটি
২১ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক প্রভাষক নুরে আলম সিদ্দিক (৪৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফুলছড়ি থানা-পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩২ মিনিট আগে