Ajker Patrika

গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

গত ৫ আগস্ট সরকার পতনের দিন চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র–গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার
যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলার সাপদি গ্রামের একটি বাঁশঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ওই এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময় দুর্বৃত্তরা লুট করে নেওয়া শটগান পরে থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি। 

সরকার ঘোষিত গত ৩ সেপ্টেম্বর লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমার শেষদিন পর্যন্ত জেলায় ১২২টি অস্ত্র–গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। বাদ ছিলে সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। অবশেষে সেটিও উদ্ধার হয়েছে। 

এ বিষয়ে এসপি মুহম্মদ আব্দুর রকিব আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে জানা গেল, উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম খানের। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত