Ajker Patrika

পটিয়ায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের বাইপাস দক্ষিণ ঘাটাস্থ রাস্তার মাথায় গত শনিবার রাত ৮টার দিকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। এ সময় তাঁদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-পৌর সভার ৬ নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে মো. কানন (২২) এবং ৭ নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবু তাহেরের ছেলে মো. সায়েম (২৩)। 

গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার রাতে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর কর‍া হয়েছে। এ ঘটনায় র‍্যাব-৭-এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

র‍্যাব সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা গত শনিবার রাত ৮টার দিকে পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিণ ঘাটাস্থ এলাকায় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

পটিয়া থানার ওসি তদন্ত জানান রাশেদুল ইসলাম জানিয়েছেন, আজ সোমবার সকালে গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। 

জানা গেছে, গ্রেপ্তার দুই ছিনতাইকারী বাইপাসসহ পটিয়া পৌর সদরের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল। এর আগেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত