Ajker Patrika

চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা, ৫ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার রাত থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে তাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করা হয়।

এ সময় নগরীর আকবরশাহ ঝিল ১,২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় ও বেলতলীঘোনা পাহাড়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে যাতে মানুষকে আর প্রাণ দিতে না হয়, সে জন্য কাজ করছি। মাইকিং থেকে শুরু করে সবাইকে সচেতন করার জন্য প্রশাসন কাজ করছে। এই পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে ৫ হাজার মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি।’

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৬ মে) রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ২৩৮.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত