Ajker Patrika

চাকরিচ্যুত বিজিবি সদস্য ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৩, ১৮: ৫৬
চাকরিচ্যুত বিজিবি সদস্য ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

৩০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. আশরাফুল বারী বাঁধন (২৭) চাকরিচ্যুত বিজিবি সদস্য। তিনি নীলফামারী সদর উপজেলার বাসিন্দা। 

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্টের পাশে গ্রিন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান শুরু করে। 

এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে মো. আশরাফুল বারী বাঁধনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা সেনাবাহিনীর পোশাকের রঙের ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার বাঁধন চাকরিচ্যুত বিজিবি সদস্য। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাঁধন দীর্ঘদিন ধরে বিজিবির নকল সিসি বানিয়ে ইয়াবা পাচার করে আসছে। উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত