Ajker Patrika

১১ জুলাই প্রথম প্রতিরোধ দিবস: আসিফ মাহমুদ

কুবি প্রতিনিধি 
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৯: ২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বক্তব্য দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বক্তব্য দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের ১১ জুলাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক স্মৃতির মিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধ আন্দোলনকারীদের সাহস সঞ্চার করেছিল। আজ সেই দিন (১১ জুলাই)। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় স্বৈরাচারী হাসিনার সরকার এবং সেই সহিংসতার শুরু হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। বেলা ৩টার দিকে শাহবাগে আমাদের কর্মসূচি ছিল এবং একই সাথে সারা দেশেও কর্মসূচি ছিল। আমরা যখন জড়ো হতে শুরু করি, তখনই আমাদের কাছে খবর আসে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর কেউ বিচলিত হয়নি, বরং সবাই আরও বেশি ক্ষোভে ফুঁসে উঠেছিল। আরও বেশিসংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত হতে থাকে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আপনারা সেদিন ব্লকেড কর্মসূচি সফলই করেননি, রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। আপনাদের সেই সাহসিকতা ও প্রতিরোধ কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে আরও আশা ও সাহস সঞ্চার করে। আমরা যে একটা কথা বলতাম, ‘‘বাধা দিলে বাধবে লড়াই’’—এ কথার সত্যতা আপনারা প্রমাণ করেছিলেন। এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। স্বৈরাচারী হাসিনার শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেয়। আজকের এই দিনকে (১১ জুলাই) আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি। আপনাদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের যে “স্মৃতির মিনার” স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানাই। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে স্থানে আপনারা ব্লকেড করে বিজয় এনেছিলেন, সরকারের পক্ষ থেকে সেখানে “প্রতিরোধ মিনার” স্থাপন করা হবে। যেন বাংলাদেশের মানুষ স্থানটিকে সব সময় স্মরণে রাখে এবং মহাসড়কে চলাচলকারী মানুষ যেন এই আন্দোলন স্মরণ করতে পারে—এ জন্য এটা আমাদের পক্ষ থেকে ছোট উদ্যোগ।’

এ সময় জুলাই অভ্যুত্থানে অবদান রাখায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দেওয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ। এই অনুষ্ঠানেই তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই মিনার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত