Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরিফুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ডবয়ের চাকরি করতেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আরিফুল ইসলাম ঢাকায় গিয়ে জ্বর অনুভব করলে বাড়ি চলে আসেন। পরে পরিবারের লোকজন তাঁকে কুমিল্লা সদরের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান। স্বজনেরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

আরিফুল ইসলাম একটি রক্তদাতা সংগঠনের সদস্য ছিলেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতেন তিনি। 

শশীদল ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন মিয়া বলেন, ‘আরিফুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আপনাদের কাছ থেকে শুনেছি। আমরা তাঁর পরিবার ও সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে ডেঙ্গুতে তাঁর মৃত্যু হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত