Ajker Patrika

সীতাকুণ্ডে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ১২
সীতাকুণ্ডে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার মামলায় মো. মোরসালিন (৫৪) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ফৌজদারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার সকালে মো. মোরসালিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাজী সালাউদ্দিন বলেন, মোরসালিনের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সবগুলোতে তিনি জামিনে রয়েছেন। তাঁকে হয়রানি করতে পুলিশ পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে।

মোরসালিন সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বর্তমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য।

ওসি তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার বিএনপি নেতার বিরুদ্ধে মহাসড়কে নাশকতা ও ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সীতাকুণ্ড থানায় ছয়টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি নাশকতার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থানের খবর নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত