Ajker Patrika

স্বামীকে বেঁধে সামনেই নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫৩
স্বামীকে বেঁধে সামনেই নারীকে ধর্ষণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্বামীকে বেঁধে তাঁর সামনে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী নগরীর একটি কারখানার শ্রমিক।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে খবর পেয়ে নারী শ্রমিক ও তাঁর স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ইউপি সদস্য হলেন জাহেদ সুলতান চৌধুরীর রবিন ওরফে রবিন। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এর আগে ওই ইউপি সদস্য মদ খেয়ে মসজিদে মুসল্লির ওপর হামলা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ধর্ষিতা নারীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। মামলায় ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরীর রবিন ওরফে রবিন (৪০) এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার উদ্দেশে স্বামীর সঙ্গে বের হন ওই নারী শ্রমিক। তাঁরা কেশবপুর এলাকায় পৌঁছালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরীর রবিন ওরফে রবিন ও তাঁর ৪-৫ জন সহযোগী তাঁদের গতিরোধ করেন। এ সময় তাঁরা জোর করে নারী শ্রমিক ও তাঁর স্বামীকে ধরে ইউপি সদস্যের একটি ঘরে নিয়ে যান। 

পরে স্বামীকে মারধরের পাশাপাশি তাঁর টাকা, মোবাইল, অলংকার ছিনিয়ে নেয়। তাঁকে প্রাণনাশের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বেঁধে রেখে তাঁর সামনে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীর অনুরোধে তাঁকে ফোন ফিরিয়ে দিলে ধর্ষিতা কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে তাঁদের উদ্ধারে পুলিশের সহায়তা চান। 

খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে ধর্ষিতা নারী ও তাঁর স্বামীকে উদ্ধার করে। তবে পুলিশ আসার আগেই ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান তিনি। পরে ধর্ষিতা নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করান। 

এ বিষয়ে সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মো. মুনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি সদস্য রবিনের এ ঘটনায় তিনি দারুণভাবে মর্মাহত। তাঁর এই ন্যক্কারজনক ঘটনা সত্যিই উদ্বেগের।’ 

মো. মুনির হোসেন আরও বলেন, ‘রবিন প্রায় সময় নেশা করে মাতলামি করে। এর আগেও সে মাতাল অবস্থায় মুসল্লির ওপর হামলাসহ নানা নানা ধরনের অপকর্ম করেছে। বিষয়টি খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।’ 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারী ও তাঁর স্বামীকে উদ্ধার করি।’ এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান বলে জানান তিনি।

মো. হারুনুর রশিদ আরও বলেন, ‘পরে ধর্ষিতা ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ এর পাশাপাশি এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

মামলার বাদী বলেন, ‘ইউপি সদস্য রবিন ও তাঁর দুই অনুসারী আমাকে একটি ঘরে জোরপূর্বক আটকে রাখেন। তাঁরা আমার গলায় চুরি ধরে আমার সামনে আমার স্ত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তিনজনেই আমার স্ত্রী গলায় ও কানে থাকা স্বর্ণালংকার লুট খুলে নেন।’ 

তিনি বলেন, ‘আমার স্ত্রী অনেক অনুনয় করে ইউপি সদস্যের কাছ থেকে মোবাইল ফোনটি চেয়ে নেন। পরে তাদের অগোচরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে উদ্ধারে সহযোগিতা চান। বিষয়টি জানার পর ইউপি সদস্য ও তাঁর অনুসারীরা আমাদের প্রাণনাশের ভয়ভীতি দেখানোর পাশাপাশি দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ আমাদের উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, 'বর্তমানে আমার স্ত্রী চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।’ তিনি বর্বরোচিত এ ঘটনায় ইউপি সদস্যের বিচার দাবি করেন। 

এদিকে এই অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য রবিনের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত