Ajker Patrika

সাবেক এমপি শাহজাহান চৌধুরী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২১: ৫৮
সাবেক এমপি শাহজাহান চৌধুরী জামিনে মুক্ত

অবশেষে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হলেন জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এর আগে জামিন পেলেও কয়েক দফা কারা ফটক থেকে তাঁকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

শাহজাহান চৌধুরীর আইনজীবী মনজুর আহমেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কয়েক দফায় কারা ফটক থেকে শাহজাহান চৌধুরীকে আটক করে কারাগারে রাখা হয়। সর্বশেষ আজ বুধবার সন্ধ্যার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।’ 

জানা যায়, ২০২১ সালের ১৪ মে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়ার বাসভবন থেকে শাহজাহান চৌধুরীকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত