Ajker Patrika

রামুতে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের কারাদণ্ড

প্রতিনিধি, রামু (কক্সবাজার) 
রামুতে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের কারাদণ্ড

কক্সবাজারের রামুতে পাঁচ রোহিঙ্গাকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে লকডাউন টহলে থাকা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম ও রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে রামু হাসপাতাল এলাকা থেকে এদের আটক করা হয়। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দিন আটককৃতদের দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রামু থানা-পুলিশের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা আসামিরা হলো আব্দুল আমিনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০), আহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ জোবাইর (২০), সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আয়াছ (১৯), মো. সালাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ (১৯) এবং মোহাম্মদ আমিনের ছেলে নুর হাফেজ (১৯)। এরা সবাই কক্সবাজারের উখিয়া জামতলী, ক্যাম্প-১৫ এর বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত